BUSINESS

How to make Handmade Soap ? হ্যান্ড মেড সাবান তৈরির মাধ্যমে নিজেকে ব্যবসায়ি রূপে প্রতিষ্ঠিত করতে পারেন

Handmade Soap ঃ- বন্ধুরা , বর্তমানে বিভিন্ন ধরনের বাজারচলতি কেমিক্যালস  সাবান যেটা খুব সস্তা এই বাজারে পাওয়া যায় কিন্তু আমরা সবাই জানি এই ধরনের কেমিক্যাল Soap যেগুলো আমাদের স্কিনের পক্ষে খুবই ক্ষতিকর ।তাই এখন বাজারে বিভিন্ন ধরনের হ্যান্ড মেড  সাবান দেখতে পাওয়া যায় . , এই ধরনের সাবান একেবারেই কেমিক্যাল ফ্রি হয় এবং যেটা স্কিনের পক্ষে যথেষ্ট ভালো স্ক্রীন .  বর্তমানে হেলমেট শপ ধীরে ধীরে গ্রাহকদেরও বেশ পছন্দের  হয়ে উঠছে. তুমি যদি অনলাইনে সার্চ করো তো বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে এই ধরনের হ্যান্ড মেড সাবানের চাহিদা কিন্তু প্রচুর । সুতরাং,  বর্তমানে এবং আগামী ভবিষ্যৎ হ্যান্ড মেড soap এর চাহিদা ধীরে ধীরে বাড়বে বলেই মনে করা যায় .  যারা ভাবছো নতুন কোনো ব্যবসা শুরু করবে তাদের জন্য এই  হ্যান্ড মেট শপ এর ব্যবসা কিন্তু একটা আইডিয়াল ব্যবসা হতে পারে।

 এই হ্যান্ড মেড নিয়ে তুমি দু’ভাবে নিজের ব্যবসা শুরু করতে পারো ।  প্রথমত,  ম্যানুফ্যাকচারিং  বা  হ্যান্ড মেড সাবান তৈরি করে বিক্রি করা । দ্বিতীয়তঃ,  ডিস্ট্রিবিউটরশীপ অথবা ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা শুরু করা । এছাড়া রিটেল বা  রিসেলিং ব্যবসা করা যেতে পারে ।

 যেকোনো ধরনের ম্যানুফ্যাকচারিং বিজনেস ব্যবসা শুরু করতে গেলে তোমাকে একটু বেশি পুঁজি বা মূলধন ইনভেস্ট করতে হয় ।  সাবানের ক্ষেত্রে প্রথমে তোমাকে কুড়ি থেকে পঁচিশ হাজার 30 হাজার টাকা বিনিয়োগ করে এই ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে হবে। 

তোমাকে এই সাবান কিভাবে তৈরি করা হয় তার ট্রেনিং নেওয়ার জন্য বিভিন্ন রকম ট্রেনিং সেন্টারে যোগাযোগ করে তুমি এটা 6 মাস বা তিন মাসের ট্রেনিং নিতে পারো । যেখানে সাবান তৈরি থেকে প্যাকেজিং এবং   দাম নির্ধারণ এবং মার্কেটিং কিভাবে করবে সে বিষয়েও তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু শেখানো হয়ে থাকে ।

Spa set – handmade organic soap and fresh calendula. Best suited for relaxing and health commercials.”n

 তিন মাসের একটা ছোট ট্রেনিংয়ের জন্য তোমরা যোগাযোগ করতে পারো এই ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে ঃ 

 Homemadi Herbal Company , Mobile : 9831000798 ( Whatsapp only) . 

হ্যান্ড মেড সাবানের ডিস্ট্রিবিউটার শিপ অথবা ফ্র্যাঞ্চাইজি নিও তোমরা নিজেদের ব্যবসা শুরু করতে পারো মূলধন ইনভেস্ট করে তোমরা এই ব্যবসা শুরু করতে পারবে.  মাত্র 5000 থেকে 8000 ইনভেস্ট করলে এ ধরনের ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে অথবা ডিস্ট্রিবিউটারশীপ নিতে পারবে নিজেদের এলাকা ভিত্তিতে .  

ডিস্ট্রিবিউটরশীপ অথবা ফ্র্যাঞ্চাইজি জন্য তোমরা উপরোক্ত যে  যে কোম্পানির নাম দিয়েছি সেই কোম্পানির সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারো তারা সমস্ত রকমের সাহায্য তোমাদেরকে করবে।

handmade soap

বন্ধুরা ,  তোমরা যদি অনলাইনে  হ্যান্ড মেড  শপ সার্চ করে দেখো  দেখতে পাবে এই  এই ধরনের সাবানের বিক্রয় মূল্য ন্যূনতম 100 টাকা প্রতি পিস।  তাহলে বুঝতে পারছ বাজারে কেমিক্যালস Soap যেখানে ২০ টাকা,  ৩০ টাকায় পাওয়া যায় সেখানে অনলাইনে 100 টাকার নিচে এই ধরনের সাবান প্রতিপিস পাওয়া যাচ্ছে না কিন্তু এত দাম হওয়া সত্বেও ক্রেতারা কিন্তু এই ধরনের সাবান কিনছে এবং সেটা পূর্ণ পূর্ণ কিনছে অর্থাৎ এই ব্যবসায় চাহিদা যে আছে এবং চাহিদা যে বাড়ছে সেটা বলাই যায় ।  

এবার বলি এই ব্যবসায় লাভ  কেমন –   এই ধরনের হ্যান্ড মেশিন ম্যানুফ্যাকচারিং প্রাইস একটু বেশিই হয় তবে সেটা খুব বেশি হলেও 30 থেকে 35 টাকার মধ্যে।  এবং এর বিক্রয় মূল্য  প্রতি  পিস যদি ন্যূনতম 100 টাকা হয়ে থাকে তাহলে লভ্যাংশ কতটা নিজেরাই বুঝতে পারছ।  তবে এ ধরনের ব্যবসা ক্ষেত্রে অবশ্যই তোমাকে জন্য বিজ্ঞাপনের জন্য  একটা খরচা করতে হবে। 

এই পয়েন্টটা খুব একটা ইম্পরট্যান্ট পয়েন্ট,  যারা হেলমেট শপ বা সাবান নিয়ে ব্যবসা শুরু করবে বলে ভাবছো তাদেরকে এই কথাটা খুবই মাথায় রাখতে হবে যে এই ধরনের সাবান বিক্রয় কোথায় করবে?

 অবশ্যই এই ধরনের সাবান খোলাবাজারে বা মুদিখানা দোকানে পাওয়া যায় না।

 এই ধরনের সাবান তোমাকে অনলাইনে বিক্রি করতে হবে অথবা  শপিং মল কিংবা বড় কোনো multi-store শপে  এই ধরনের সাবান রাখা হয়। অর্থাৎ তোমাকে প্রথমেই টার্গেট নিতে হবে এই ধরনের শপিংমল বা অনলাইনে বিক্রি করার জন্য।  সেক্ষেত্রে তুমি সোশ্যাল মিডিয়া অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিজের প্রচার বা প্রসার করতে পারো। এবং অবশ্যই যে কোন ব্যবসা করতে গেলে প্রথমেই একটু অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় এরা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে তো সোশ্যাল মিডিয়ায়  নিজের ব্যবসার বিজ্ঞাপন দিতে কখনোই ভুললে চলবেনা তাতে করে বিভিন্ন ধরণের মানুষরা  তোমার প্রোডাক্ট সম্পর্কে পরিচিত হবে এবং সেখান থেকেই তোমার সম্ভাব্য কাস্টমার তৈরি হবে ।